অনিক কুমার দাস,কুমিল্লা।
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এ গৌরবের নতুন মাইলফলক,জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বড়শালঘর এ.বি.এম গোলাম মোস্তফা আদর্শ ডিগ্রি কলেজ।
শিক্ষাঙ্গনে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে কলেজটি মোট ১২টি ইভেন্টে অংশগ্রহণ করে ৮টিতে প্রথম স্থান, ২টিতে দ্বিতীয় স্থান এবং ২টিতে তৃতীয় স্থান অর্জন করে উপজেলা পর্যায়ে সেরা প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করেছে।
এই সাফল্য কলেজটির শিক্ষার মান, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কার্যক্রমকে নতুন করে প্রমাণ করেছে।
শিক্ষার্থীদের অনন্য কৃতিত্ব
বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিভার স্বাক্ষর রেখে যে সাফল্য অর্জন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা হলেন
মো. রিফাত — নাত প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান,
ইউসুফ মিয়া — কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান,
খাদিজা আক্তার — বাংলা রচনা, ইংরেজি রচনা ও নির্ধারিত বক্তৃতা—এই তিনটি ইভেন্টেই প্রথম স্থান,
নাফিসা জাহান হিয়া — উপস্থাপিত বক্তৃতা ও ইংরেজি বক্তৃতায় প্রথম স্থান, বাংলা কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান,
মোসা: নুসরাত জাহান — লোকসংগীতে প্রথম স্থান, নজরুল সংগীতে দ্বিতীয় স্থান এবং রবীন্দ্র সংগীতে তৃতীয় স্থান,
সুমাইয়া আক্তার — হামদ্ প্রতিযোগিতায় তৃতীয় স্থান
সাফল্যের নেপথ্যে নেতৃত্ব ও দিকনির্দেশনা
এই গৌরবোজ্জ্বল সাফল্যের পেছনে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাজহারুল হক মামুন-এর সার্বিক তত্ত্বাবধান, সুদৃঢ় নেতৃত্ব ও কার্যকর দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষার্থীদের অধ্যবসায় এই অর্জনকে আরও অর্থবহ করে তুলেছে।
সভাপতি’র অভিনন্দন ও শুভকামনা
কলেজের এই সাফল্যে অত্র কলেজের সভাপতি গভীর সন্তোষ প্রকাশ করে অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি সকলের প্রতি শুভকামনা ব্যক্ত করেন।
জেলা পর্যায়ের প্রতিযোগিতার প্রস্তুতি
উল্লেখ্য, উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা আগামী ১২ জানুয়ারি ২০২৬ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জেলা পর্যায়েও তারা কলেজ ও উপজেলার সম্মান অক্ষুণ্ণ রাখবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক: মাহমুদুল হাসান মুহিব । সম্পাদক: দিলীপ কান্তি নাথ (ভারপ্রাপ্ত) । বার্তা সম্পাদক: সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল।