সোহাগ কাজী (মাদারীপুর) প্রতিনিধি টাইফয়েট টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মাদারীপুরে সিভিল সার্জনের কর্যালয়ে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বক্তারা জানান ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। এ বছর জেলায় ৩ লাখ ৬৬ হাজার ২'শত ৮৯ জন শিশু কিশোরদের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জানা যায়, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার উপস্থিত ছিলেন। কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ পরিচালক কাজী সাম্মিজাহান ভিডিও কনফারেন্সে বিভিন্ন গুরুত্বপূর্ন প্রশ্নের উত্তর দেন।
জেলা তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক হাবিবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নিগার সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, সিভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ খলিলুজ্জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম মুন্সী, জেলা সহকারী তথ্য অফিসার বেনজির আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রকাশক: মাহমুদুল হাসান মুহিব । সম্পাদক: দিলীপ কান্তি নাথ (ভারপ্রাপ্ত) । বার্তা সম্পাদক: সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল।