মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পৌর এলাকার তিতাস হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের ধনু মিয়ার ছেলে নাসির মিয়া ও একই গ্রামের মনু মিয়ার ছেলে কবির হোসেন।
পুলিশ জানায় গোপন সূত্রের খবরে সিএনজিতে করে গাঁজা পাচারের তথ্য পেয়ে এসআই পাভেল আহমেদ তিতাস হাসপাতালের সামনে থেকে ধনু মিয়া ও কবির হোসেনকে গ্রেফতার করেন।এসময় তাদের দখলে থাকা ৪০ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পাচানে ব্যবহৃত সিএনজিটি আটক করা হয়।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশক: মাহমুদুল হাসান মুহিব । সম্পাদক: দিলীপ কান্তি নাথ (ভারপ্রাপ্ত) । বার্তা সম্পাদক: সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল।