নারায়ণ সরকার নয়ন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ আশিক তাঁতিকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে হরুষপুর পুলিশ ফাঁড়ি (তেলিয়াপাড়া) ইনচার্জ খাইরুল বাশারের নেতৃত্বে এসআই জয়পাল অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
আটক আশিক তাঁতি তেলিয়াপাড়া চা-বাগানের বাসিন্দা বিষু তাতীর ছেলে। তল্লাশির সময় তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্লাহ জানান, আটককৃত আশিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রকাশক: মাহমুদুল হাসান মুহিব । সম্পাদক: দিলীপ কান্তি নাথ (ভারপ্রাপ্ত) । বার্তা সম্পাদক: সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল।