হোসেন আলী আকাশ ( ঢাকা) রাজধানীর মিরপুর ১২ পল্লবী মেট্রোরেল স্টেশন সামনে মঙ্গলবার আনুমানিক দুপুর দেড়টার দিকে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে সরেজমিনে দেখা যায় বিকল্প অটো সার্ভিস পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং একটি প্রাইভেটকার দুর্ঘটনায় পরে।
দুর্ঘটনার সাথে সাথে পুলিশ এসে বাসটির যাত্রীদের নামিয়ে নিয়ে আসে এবং প্রাইভেটকারের এক পাশে ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যক্রমে কোনো যাত্রী আহত হননি।
দুর্ঘটনার কারণে কিছুক্ষণ রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। আশেপাশে মানুষ জড়ো হতে থাকে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাফিক পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণে আনে এবং গাড়িগুলো সরিয়ে নেয়,মিরপুর ট্রাফিক জোনের দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, অতিরিক্ত গতি ও চালকদের অসাবধনতা কারণে এই দুর্ঘটনা ঘটে,বর্তমানে রোডটি যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রকাশক: মাহমুদুল হাসান মুহিব । সম্পাদক: দিলীপ কান্তি নাথ (ভারপ্রাপ্ত) । বার্তা সম্পাদক: সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল।