মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জ, শনিবার (১ নভেম্বর ২০২৫):
পুলিশ পরিদর্শক পদে পদোন্নতির জন্য কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে “পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার হবিগঞ্জ জেলা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ও পুলিশ সুপার হবিগঞ্জ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এজাজ আহমেদ, পিপিএম (সেবা), ডিআইজি (পলিটিক্যাল), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষ ও পেশাদার পুলিশ সদস্যই একটি সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে পারেন। এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ করবেন বলে আশা করা হচ্ছে।
প্রকাশক: মাহমুদুল হাসান মুহিব । সম্পাদক: দিলীপ কান্তি নাথ (ভারপ্রাপ্ত) । বার্তা সম্পাদক: সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল।