
নারায়ণ সরকার নয়ন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের নবীগঞ্জে মৃত বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাসকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) দুপুর ১২টা ১০ মিনিটে হবিগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম প্রদান করে।
এ সময় মাননীয় পুলিশ সুপার হবিগঞ্জ মহোদয়ের পক্ষে বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মানিক লাল দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাসের পরিবার জেলা পুলিশের এই মানবিক উদ্যোগের জন্য পুলিশ সুপার মহোদয় ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, পুলিশ প্রশাসনের এই সহানুভূতিশীল দৃষ্টি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাস বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন দুপুরে তাঁর মরদেহ হাওড়সংলগ্ন একটি ধানক্ষেতে পাওয়া যায়। পরিবারের ধারণা, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি পানিতে পড়ে মৃত্যুবরণ করতে পারেন।
মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে নবীগঞ্জ থানা পুলিশ ময়নাতদন্তের সিদ্ধান্ত নেয়। ময়নাতদন্ত শেষে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। পরবর্তীতে ধর্মীয় রীতি অনুসারে তাঁর দাহ সম্পন্ন হয়।

