
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ইউনুছ মিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় তাঁর নিজ গ্রামে এই দাফন সম্পন্ন হয়।
দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্ল্যা, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের অংশ হিসেবে পুলিশ বাহিনীর একটি দল গার্ড অব অনার প্রদান করে। পরে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ইউনুছ মিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
মুক্তিযুদ্ধের সময় সাহসিকতা ও দেশপ্রেমের জন্য এলাকায় তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। দেশের স্বাধীনতার জন্য তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

