
অনিক কুমার দাস,কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে, ২৯ অক্টোবর রোজ বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, নুরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, মৎস্য কর্মকর্তা মো. রাগীব হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) সোহেল রানা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের পরিদর্শক মো. হাবিবুর রহমান, ব্রাহ্মণপাড়াউপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রেজাউল করিম, জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রধান সমন্বয়ক মো. জহিরুল ইসলাম, বিজিবি সদস্য, ডিজিএফআই সদস্য ফয়সাল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় বক্তারা বলেন, মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনে। মাদকের গডফাদার, ব্যবসায়ী, কারবারি ও মাদকসেবিদের ধরে আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী আরও কঠোর অবস্থানে যাবে। মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বিজিবিসহ অন্যান্য বাহিনীর অভিযান যেন আরও কঠোর ও গতিশীল হয় সেই বিষয়ে নজর দেয়া হবে। এছাড়া কৃষি জমি রক্ষার্থে অবৈধ খননযন্ত্রের (ড্রেজার মেশিন) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেভাবেই হোক মাদক নিয়ন্ত্রণসহ অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করা হবে।
এছাড়া বক্তারা আরও বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য ও পরামর্শ দেন।

