
রিপোর্টঃ- মোঃ মেহেদী হাসান।
শীতের তীব্রতা বাড়তে থাকায় মধ্যরাতে ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড। গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ও মহাসড়ক আসপাশ ফুটপাত ও খোলা স্থানে অবস্থান করা ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসক জনাব মোঃ ইব্রাহিম ও সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান উপস্থিত থেকে শীতার্তদের খোঁজখবর নেন এবং তাদের হাতে কম্বল তুলে দেন। হঠাৎ মধ্যরাতে সরকারি কর্মকর্তাদের এমন উদ্যোগে খুশি ও আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা।
ইউএনও বলেন, “তীব্র শীতে যেন কোনো মানুষ কষ্ট না পায়, সে লক্ষ্যেই আমরা রাতের বেলায় বের হয়েছি। সরকারের নির্দেশনা অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”
স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়িয়ে দেয়।

