
মোঃ মেহেদী হাসান,গৌরনদী বরিশাল।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সংবিধানে আল্লাহর প্রতি সর্বপ্রথম আস্থা ও বিশ্বাস (বিসমিল্লাহির রাহমানির রাহিম) স্থাপন করেছিলেন এবং বিএনপি ক্ষমতায় আসলে তা পুনর্বহাল করা হবে। আমি যদি দলের মনোনয়ন নাও পাই তবুও আমি আপনাদের পাশে থাকবো। তবে তিনি আশাবাদী জনগন তাদের দোয়ায় ধানের শিষকেই রাখবেন।
সোমবার (২০অক্টোবর ) জাতীয় দৈনিক ইনকিলাব-কে মুঠোফোনের মাধ্যমে জানান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যত সদস্য, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি , জননন্দিত নেতা এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেন
আপনাদের যেকোনো সমস্যায় যদি তিনি কাজে লাগতে পারেন তাহলে তার সাথে যোগাযোগ করবেন। বিএনপি যদি এবার তাকে ধানের শীর্ষ উপহার দেয় তাহলে তিনি উইন করবেন।
মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী খালেদা জিয়াকে এম এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল কথা দিয়েছেন তিনি দেশেই থাকবেন এবং দেশের মানুষের সেবা করবেন। বিশ্বজুড়ে মুসলমানরা এখন নির্যাতিত। ভারত থেকে শুরু করে গাজা পর্যন্ত মুসলিমদের প্রতি নির্যাতন চলছে। বাংলাদেশের গত ১৫ বছর ধরে দেখেছেন হেফাজত ইসলামের উপর নির্যাতন চলেছে। কেউ লম্বা দাড়ি রাখতে পারত না এমনকি তাহাজ্জুদের নামাজও পড়তে পারতো না। অনেকেই জুলুম, নির্যাতন ও লাঞ্ছনার শিকার হয়েছে,গৌরনদী আগৈলঝাড়ার সর্ব সাধারন গনগনের আস্থা অর্জন করেন কামরুল ইসলাম সজল, তিনি গ্রামে পারাশ মহোল্লায় ঘরে ঘরে গিয়ে খোজ খবর রাখেন

