
নারায়ণ সরকার (নয়ন) মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি :
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: ফয়সল চৌধুরী।
এ সময় বক্তব্য দেন মাধবপুর থানার ওসি মো: মাহবুব মোর্শেদ খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইমরুল হাসান সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ ।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে এসে সততা ও নৈতিকতার মূল্যবোধ ধারণ করতে হবে। প্রশাসন ও নাগরিক সমাজের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতি প্রতিরোধই হতে পারে একটি স্বচ্ছ ও সুন্দর ভবিষ্যতের ভিত্তি।

