
নারায়ণ সরকার নয়ন,হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তের বাল্লা স্থলবন্দরে ভারতের নিহত তিন বাংলাদেশি নাগরিকের লাশ হস্তান্তর সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে এ লাশ হস্তান্তর করা হয়।
বাংলাদেশের পক্ষে লাশ গ্রহণ করেন নিহতদের পরিবারের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ছালিমুর রহমান, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম, এবং বাল্লা বিজিবি কোম্পানি কমান্ডার খাইরুল আলম।
ভারতের পক্ষে লাশ হস্তান্তর করেন খোয়াই থানার অফিসার ইনচার্জ কৃষ্ণন ধন সরকার এবং বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার কুরদিস। এসময় ভারতের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্থানীয় প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীর তত্ত্বাবধানে লাশগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

