
সিফাত হোসেন সাগর (গৌরনদী) বরিশাল। বরিশাল জেলার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় শারদীয় দুর্গোৎসবের শুভক্ষণে সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গৌরনদী-আগৈলঝাড়া ও বরিশাল উত্তর জেলা বিএনপি নেতৃবৃন্দ।
গতকাল বুধবার বিকেলে তিনি গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের দোনার কান্দি পূজা মণ্ডপে যান। পূজা মণ্ডপ পরিদর্শনে যাওয়ার পথে ইতালি প্রবাসী, সাবেক ইউরোপ ইতালি বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া তালুকদারের আয়োজনে এক বিশাল শুভেচ্ছা মিছিল বের করা হয়।
মিছিলে অংশগ্রহণ করেন খাঞ্জাপুর ইউনিয়ন মহিলা দলের নেত্রী পাপিয়া খানম, আবিদা সুলতানা জুকা, দিলরুবা বেগম, বিউটি বেগম, তমা খানম, লিমা আক্তারসহ দুই শতাধিক মহিলা নেতৃবৃন্দ। এছাড়াও অর্ধশতাধিক মোটরসাইকেলের মহড়া দিয়ে নেতাকর্মীরা দোনার কান্দি পূজা মণ্ডপে উপস্থিত হন। স্থানীয় নেতাকর্মীরা জানান, এ ধরনের উদ্যোগ শুধু সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়ায় না, বরং স্থানীয় জনগণের মধ্যে উৎসবের আমেজও দ্বিগুণ করে তোলে।