
সোহাগ কাজী (মাদারীপুর) প্রতিনিধিঃ আজ মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করনীয় শীর্ষক অর্ধ বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আফসানা বিলকিস মাদারীপুর। সভায় বিগত এক বছরের মামলার অর্জন নিয়ে আলোচনা করা হয় সেখানে মাদারীপুর জেলায় কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়ন প্রথম স্থান অর্জন করেন এবং ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়ন দ্বিতীয় স্থান অর্জন করেন। উক্ত ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটারদের হাতে পুরস্কার তুলে দেন জনাব আফসানা বিলকিস জেলা প্রশাসক মাদারীপুর।
তিনি বলেন আগামীতে আপনাদের সকলের আরও ভালো কাজ করতে হবে।তিনি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের বলেন গ্রাম আদালতে মামলা আসলে পক্ষপাতিত্ব করা যাবে না। সাধারণ মানুষ যেন গ্রাম আদালতে এসে ন্যায়বিচার পায় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। গ্রাম আদালতের আওতাভুক্ত মামলা কোন ক্রমেই সালিশ করা যাবেনা গ্রাম আদালতের মামলা এজলাসে বসে শুনানি পরিচালনা করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপসচিব জনাব মোঃ হাবিবুল আলম বলেন গ্রাম আদালতের স্লোগান সম্মিলিত ব্যানার তৈরি করতে হবে গ্রাম আদালতের সাইনবোর্ড প্রতিটি ইউনিয়ন পরিষদে স্থাপন করতে হবে। ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে গ্রাম আদালতের প্রচারের জন্য নিয়মিত আপলোড করতে হবে। তিনি বলেন আগামী এক সপ্তাহের মধ্যে অর্থাৎ আগামী রবিবারের মধ্যে সমস্ত ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে গ্রাম আদালতের প্রচার করার পরে আমাকে সিওর করতে হবে। আমি প্রত্যেকটি ইউনিয়নের ওয়েবসাইট দেখে পরীক্ষা করব গ্রাম আদালতের প্রচার হচ্ছে কিনা। সভায় আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত ডাসার জনাব, সাইফ-উল-আরেফিন, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব, রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল হক। উক্ত সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন গ্রাম আদালতের ডিস্ট্রিক ম্যানেজার মো: আলিউল হাসান খান।
আরও উপস্থিত ছিলেন গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন, শারমিন সুরভী সহ ৫৯ টি ইউনিয়নে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগন।

