
নারায়ন সরকার নয়ন,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। মাঠে নেমেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচনকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। কিন্তু কোনো শক্তিই জনগণের ভোটাধিকার কেড়ে নিতে পারবে না।”
মঙ্গলবার ২৫ নভেম্বর বিকেলে চৌমুহনী বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় তিনি এ কথা বলেন। দিনভর নেতাকর্মীদের ঢল নামায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
‘৩১ দফাই রাষ্ট্র মেরামতের রূপরেখা’—ফয়সল :
বিএনপির ঘোষিত ৩১ দফার কথা উল্লেখ করে ফয়সল বলেন—“গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনের সংস্কার, মানবাধিকার সুরক্ষা, দুর্নীতি দমন—এসবই আমাদের শাসনব্যবস্থার মূল অঙ্গীকার।”
তিনি জানান, জনগণকে সম্পৃক্ত করে নতুন রাজনৈতিক কাঠামো গড়তে চায় বিএনপি।
ফয়সল বলেন, “১৭ বছর ভোটাধিকার হরণ করা হয়েছে। এবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে—নিজের ভোট নিজেকে দিতে হবে।”
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ :
আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপতৎপরতা চলছে—দাবি তুলে ফয়সল বলেন, “বিএনপিকে দুর্বল করতে নানা অপচেষ্টা হচ্ছে। কিন্তু এসব ষড়যন্ত্র জনগণই নস্যাৎ করে দেবে।”
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশের সামগ্রিক উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি, প্রশাসনিক স্বচ্ছতা ও মানবাধিকার রক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনা হবে।
সংখ্যালঘু–চা শ্রমিক–নারীর উন্নয়নে অঙ্গীকার :
মাধবপুর–চুনারুঘাটের দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরে তিনি বলেন—“আসুন ভেদাভেদ ভুলে উন্নয়নের রাজনীতিতে ফিরি। বেকারত্ব দূর করতে হবে, নারীদের আরও ক্ষমতায়ন করতে হবে, চা-বাগানের শ্রমিকদের জীবনমান নিশ্চিত করতে হবে।”
চা শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন—“ধানের শীষে ভোট দিন—আপনাদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।”
মাঠে ঐক্যবদ্ধ থাকার আহ্বান :
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান বলেন—
“বিএনপিকে মাঠে শক্তিশালী করতে হলে ঐক্যই বড় শক্তি। জনগণের আস্থা ফেরাতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন আল রনি প্রমুখ। খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত:
সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নেতাকর্মীদের আবেগঘন অংশগ্রহণে পুরো মাঠজুড়ে শান্ত–তীব্র প্রার্থনার পরিবেশ তৈরি হয়।

