
নারায়ণ সরকার নয়ন মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর উদ্যোগে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ গণদোয়া অনুষ্ঠিত হয়।
এ গণদোয়া অনুষ্ঠানে বিএনপি কর্মীদের সবচেয়ে বড় বহর নিয়ে উপস্থিত হন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক এমরান । সহযোগী হিসেবে ছিলেন সাবেক ছাত্রদলের সিনিয়র সদস্য ও বর্তমান জিয়া পরিষদ নেতা আনোয়ার হোসেন আনু, স্বেচ্ছাসেবক আব্দুর রহিম ।
এসময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও কোকোর রাজনৈতিক ও মানবিক অবদান স্মরণ করেন। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।
পরে বিশিষ্ট আলেম ও দোয়া পরিচালনাকারীরা শহীদদের রুহের মাগফেরাত এবং অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
নেতাকর্মীদের উপস্থিতিতে ঈদগাহ ময়দান প্রকম্পিত হয়ে ওঠে স্লোগান ও দোয়া-মোনাজাতে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়

