
সোহাগ কাজী,মাদারীপুর জেলা প্রতিনিধি।
মাদারীপুর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিশৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলার গণমাধ্যম কর্মীদের সাথে এক গুরুত্বপূর্ণ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর, ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে সমন্বিত সরকারি অফিস ভবনের সম্মেলন কক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের নেতৃত্বে, জেলা তথ্য অফিস ও জেলা নির্বাচন অফিসারের সমন্বয়ে আয়োজিত এ সভায় নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
উক্ত সভায় সাংবাদিকদের ভূমিকা, বিভ্রান্তিকর বা ভ্রান্ত তথ্য প্রতিরোধ, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ এবং নিরাপত্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের তাদের দায়িত্ব পালনে সততা, দ্রুততা এবং পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। অন্যদিকে, গণমাধ্যমকর্মীরা মাঠপর্যায়ের বাস্তবতা, চ্যালেঞ্জ এবং নির্বাচন প্রক্রিয়ার উন্নয়নযোগ্য দিকগুলো তুলে ধরে প্রশাসনের কাছ থেকে আরও কার্যকর সহযোগিতা প্রত্যাশা করেন।
সভা শেষে নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে প্রশাসন ও গণমাধ্যম কর্মীরা একসাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন:
জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক, মাদারীপুর।
জাহাঙ্গীর আলম (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার, মাদারীপুর।
ওয়াদিয়া শাবাব, সদর উপজেলা নির্বাহী অফিসার।
বেনজীর আহমেদ, ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা।
উপজেলা নির্বাচন অফিসার।
এছাড়াও, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

