
চট্টগ্রাম চন্দনাইশ প্রতিনিধি: নয়ন দাশ।
চট্টগ্রামের চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে ১২ ডিসেম্বর শুক্রবার সকালে গরীব অসহায় পথচারীদের মাঝে খাবার বিতরণ ও শীতকালীন কম্বল বিতরণ করে মাসব্যপী বাণিজ্য মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সময় সংগঠনের সাধারণ সম্পাদক তাহিয়া সুলতানার সভাপতিত্বে খাবার বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম রাহী। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ জিয়া উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য যথাক্রমে- মোঃ কাজী মিজবাহ উদ্দীন, নারগিস সুলতানা, রুজি আক্তার, আদনীন মরিন, শাহনাজ আক্তারসহ উপস্থিত স্থানীয় গণমাধ্যম কর্মী। এই সময় সংগঠনের উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম রাহী বলেন, গতানুগতিক প্রথা পরিবর্তন করে উদ্যোক্তাদের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশন। আত্মপ্রকাশের পর থেকেই ফাউন্ডেশনটি তাদের সু-সংগঠিত নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে সারাদেশে জনপ্রিয়তা কুঁড়াচ্ছে। এই ফাউন্ডেশনটি সর্বোপরি উদ্যোক্তাদের কল্যাণে কাজ করে। এই ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য উপজেলার শিক্ষিত উদ্যমী তরুণ ও মেধাবী উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল ভাবে গড়ে তুলতে সব সময় বদ্ধপরিকর। আমরা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলায় ইতিমধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি যা এখনও কার্যক্রম চলমান।
এই ছাড়া আরো প্রকল্প হাতে নিচ্ছে আমাদের সংগঠনটি। উদ্যোক্তাদের ট্রেনিং এর মাধ্যমে দক্ষ করার পাশাপাশি ব্যবসা বাড়ানোর জন্য ভবিষ্যতে তাদের দিক নির্দেশনা দিয়ে পাশে থাকবে। আগামী ১৫ ডিসেম্বর থেকে মাসব্যপী বাণিজ্য মেলায় সবার অংশগ্রহণ নিশ্চিত করা, উপজেলার সর্বস্তরের জনসাধারণের কাছে উদ্যোক্তা ফাউন্ডেশনের কার্যক্রম সম্পের্ক অবহিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

