
রিপোর্টঃ- মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের চৌকিদার বাড়িতে সহোদর ভাইয়ের বিরুদ্ধে জোরপূর্বক জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের ফারুক চৌকিদার।
এ ঘটনায় ভুক্তভোগী বারেক চৌকিদারের স্ত্রী শারমিন আক্তার (৩৫) সাংবাদিকদের জানান, তাঁর শ্বশুরের জমি জোরপূর্বকভাবে ভাসুর ফারুক চৌকিদার নিজের নামে লিখে নিয়েছেন। শুধু তাই নয়, তাঁর শ্বশুরের লাগানো গাছও জোর করে কেটে নেওয়া হচ্ছে। তিনি বাধা দিতে গেলে তা অগ্রাহ্য করে গাছ কাটা অব্যাহত রাখা হয়। এ ঘটনায় তিনি নিজেকে অসহায় দাবি করে আদালতে একটি মামলা দায়ের করেছেন।
তিনি আরও অভিযোগ করেন, তাঁর শ্বশুরের কাছ থেকে কোনো বৈধভাবে জমির দলিল করা হয়নি। বরং একটি ভুয়া দলিল তৈরি করা হয়েছে। এর প্রমাণ হিসেবে তিনি বলেন, তাঁর শ্বশুর কখনো স্বাক্ষর দিতে পারতেন না, সবসময় টিপসই ব্যবহার করতেন। এমনকি তাঁর ভোটার আইডি কার্ডেও টিপসই রয়েছে। অথচ কথিত দলিলে স্বাক্ষর দেখানো হয়েছে, যা সম্পূর্ণ ভুয়া।
এদিকে অভিযুক্ত ফারুক চৌকিদার বিদেশে অবস্থান করায় তাঁর স্ত্রী রেবা বেগম (৪০) সাংবাদিকদের জানান, গাছ কাটার আগে পরিবারের সবার সঙ্গে আলোচনা করা হয়েছিল। তিনি দাবি করেন, গাছ এখনো কারো কাছে বিক্রি করা হয়নি, শুধু বিক্রির কথা চলছিল। কোনো টাকার লেনদেনও হয়নি।
তবে স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের ছোট মল্লিক নামের এক ব্যক্তি গাছগুলো কেটে ফেলেছে। এ বিষয়ে ছোট মল্লিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পাশাপাশি রেবা বেগমের বক্তব্যের সঙ্গেও ঘটনার বাস্তবতার মিল পাওয়া যায়নি বলে স্থানীয়রা জানান।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

