
রিপোর্টঃ- মোঃ মেহেদী হাসান।
কুয়াকাটা পৌরসভার একটি বাসা থেকে সোমবার দিবাগত রাতে আরিফা আক্তার (১৮)নামের এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ, সোমবার ৫ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত গৃহবধূ আরিফা আক্তার গৌরনদী টরকী বন্দর এলাকার খালেক হাওলাদারের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে গৌরনদী উপজেলার টরকি বন্দর এলাকার আনোয়ার হোসেনের ছেলে রিফাত (২৫) সঙ্গে কুয়াকাটায় ছত্তার হাওলাদারের মালিকানাধীন একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর পরিচয় বসবাস করছিলেন। ঘটনার পর প্রাথমিক সন্দেহভাজন হিসেবে স্বামী রিফাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মহিপুর থানা পুলিশ প্রশাসন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে,প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। রিফাত গণমাধ্যম কর্মীদের নিকট বলেন দীর্ঘদিন ধরে পালিয়ে এসে আমরা বিবাহ করে স্বামী-স্ত্রী হিসাবে ভাড়া বাসায় থাকি,কাজ শেষে রাতে বাসায় এসে দেখি আমার স্ত্রীর গলা কাটা লাশ পরে আছে, এ ঘটনায় মহিপুর থানার ওসি মহব্বত খান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে

