
চট্টগ্রাম চন্দনাইশ প্রতিনিধি: নয়ন দাশ।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের দোহাজারী অংশ দখল করে অবৈধভাবে দোকান ও ব্যবসা পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে দোহাজারী বাজার এলাকায় পরিচালিত এই অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌর প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মহাসড়কের জায়গা দখল করে দোকান পরিচালনার অভিযোগে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২(১) ধারায় দণ্ডপ্রাপ্তরা হলেন—দোহাজারী এলাকার আবদুল মোনাফ‘র ছেলে আব্দুল কুদ্দুসকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড, দোহাজারী এলাকার সুধাংশু দে‘র ছেলে সুমন দেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, দোহাজারী হাছনদন্ডী এলাকার আবদুল হকের ছেলে আকতার হোসেনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড। দোহাজারী এলাকার সোলায়মানের ছেলে মোঃ পারভেজকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড, দোহাজারী চাগাচর এলাকার মোঃ লোকমানের ছেলে মোঃ হাসানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, দোহাজারী এলাকার মোঃ সোলেমানের ছেলে হাসানকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড, দোহাজারী উল্লাপাড়া এলাকার মফজল মিয়ার ছেলে মোঃ নুরুল আলম বাবুকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ছাড়া একই অভিযানে শাহ মজিদিয়া অটো মোবাইল নামক দোকানের মালিককে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহাসড়কের শৃঙ্খলা রক্ষা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জনস্বার্থে সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌর প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা বলেন, “চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের দোহাজারী অংশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মহাসড়কের জায়গা দখল করে দোকান ও ব্যবসা পরিচালনা করা হচ্ছিল।
এতে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। জনস্বার্থ ও সড়ক শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। অবৈধ দখলদার ও অতিরিক্ত দামে পণ্য বিক্রয়কারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

