
চট্টগ্রাম চন্দনাইশ প্রতিনিধি : নয়ন দাশ।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর এলাকায় তাসমিন আক্তার (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি চাগাচর ১ নং ওয়ার্ডের চৌধুরী পাড়া মোঃ সিরাজুল ইসলামের মেয়ে। গত ৬ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টা ২০ মিনিটে চাগাচর চৌধুরী পাড়ার পিতার বাড়ি থেকে গৃহবধূকে গলায় ফাঁস লাগানো অবস্থা তাকে উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাসমিন আক্তারকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, তাসমিন আক্তার ও স্বামী মোঃ আরিফ এর সাথে ৬ মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর থেকে তাসমিন আক্তার মোঃ আরিফকে বাড়িতে তুলে নিতে বলেন। কিন্তু আরিফের পিতা মাতা এই বিবাহে রাজি না থাকায় ঘরে তুলে নিতে পাচ্ছে না। এই নিয়ে তাদের মধ্যে প্রতিদিন ঝগড়াঝাঁটি লেগেই তাকে।
প্রতিদিনের মতো আজকেও কথা কাটাকাটি ও ঝগড়াঝাঁটি করেন। স্বামীর উপর রাগ করে তাসমিন স্বামীকে বলেন আমি এই মুহূর্তে আত্মহত্যার করে মরে যাচ্ছি । এই বলে ঘরের মধ্যে ঢুকে পড়ে এক পর্যায়ে দরজা বন্ধ করে ঘরের চাদের ভীমের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে স্বামী এসে দেখতে পেয়ে আশেপাশের লোকদের ডাকাডাকি করে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা পুলিশকে খবর দেয়। দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সোহেল এসে মরদেহর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস খানঁ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায় ও অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

