
আব্দুর রাজ্জাক (রংপুর) প্রতিনিধি রংপুরের গংগাচড়া উপজেলার নোহালী ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৮০ টি পরিবারের মাঝে জামায়াতের সহায়তা বিতরণ আজ ০৯/১০/২৫ গংগাচড়া উপজেলাধীন নোহালী ইউনিয়নের কচুয়া হিন্দুপাড়া ও চর মিনার বাজার এলাকার ৮০ টি পরিবারের খোজ খবর ও কিছু সহায়তা প্রদান করেন।
জামায়াতে ইসলামী মনোনীত রংপুর -১ আসনের এমপি প্রার্থী জননেতা মোঃ রায়হান সিরাজী, গংগাচড়া উপজেলা আমির মাওঃ মোঃ নায়েবুজ্জামান, উপজেলা সেক্রেটারি মাওঃ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক সভাপতি মাওঃ ওবায়দুর রহমান, নোহালী ইউনিয়ন সভাপতি মাওঃ রফিকুল ইসলাম প্রমূখ। এসময় প্রধান অতিথি জননেতা মোঃ রায়হান সিরাজী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোজ খবর নেন এবং সমবেদনা জানান। তিনি বলেন মহান আল্লাহ তায়ালা বিভিন্ন ক্ষয় ক্ষতি ও প্রাণহানির মধ্য দিয়ে আমাদের পরীক্ষা করে থাকেন। এরকম পরীক্ষায় আমাদের ধৈর্য্য ধরতে হবে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার, সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিত্তবানদের প্রতি আহবান জানান।

