
মোঃ মেহেদী হাসান(গৌরনদী)বরিশাল।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন রাজনৈতিক ভাবে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু। এ আসনের সাধারণ মানুষ তাদের আশা-আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন একজন নির্যাতিত, সংগ্রামী এবং ক্লিন ইমেজ নেতাকে সংসদ সদস্য হিসেবে দেখতে। সেই আকাঙ্ক্ষার নাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি , জননন্দিত নেতা এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
গাজী কামরুল ইসলাম সজল শুধু একজন রাজনৈতিক কর্মী নন, তিনি তৃণমূলের প্রাণের স্পন্দন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বারবার নির্যাতিত হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন, কারাভোগ করেছেন; কিন্তু কখনো জনগণের প্রতি দায়িত্ব থেকে সরে যাননি।
কেন জনগণ তাকে এমপি হিসেবে চায়?
তিনি গণতন্ত্রের রক্ষক, ভোটাধিকার প্রতিষ্ঠার জনাব তারেক রহমান বিশ্বস্ত সৈনিক।
তৃণমূল কর্মীদের কাছে স্নেহময় অভিভাবক এবং সবসময় কর্মীবান্ধব।
মাটি ও মানুষের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে তার; সুখে-দুঃখে সবসময় জনগণের পাশে থাকেন।
সৎ নির্লোভ ত্যাগী ও আপোষহীন নেতৃত্বের জন্য তার গ্রহণযোগ্যতা সর্বজনবিদিত।
রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তরুণ প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করে নতুন নেতৃত্ব গড়ে তুলছেন।
বরিশাল-১ আসনের উন্নয়ন পরিকল্পনা ও মানুষের অধিকার নিয়ে তার সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে।
এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বিশ্বাস করেন রাজনীতি মানে মানুষের কল্যাণ। তাই ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে তিনি কাজ করেন জনগণের অধিকার ও ন্যায়ের জন্য। তাঁর নেতৃত্বে বরিশাল-১ আসন একদিন সত্যিকারের উন্নয়ন, গণতন্ত্র ও সমতার প্রতীক হয়ে উঠবে – এ বিশ্বাস করেন এখানকার সাধারণ মানুষ।
বরিশাল-১ আসনের ভোটাররা দৃঢ়ভাবে মনে করেন, “আমাদের আসনের ক্লিন ইমেজ প্রতিনিধি,নির্যাতিত গণমানুষের নেতা এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ভাইকে আমরা এমপি হিসেবে চাই।

