
নারায়ণ সরকার (নয়ন) হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বাদ আসর তেলিয়াপাড়া রেলস্টেশনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উদ্যোগ নেয় শাহজাহানপুর ইউনিয়ন যুবদল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মহলদার।
দোয়া শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন—
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক উজ্জ্বল প্রতীক। তাঁর সুস্থতা শুধু একটি রাজনৈতিক দলের প্রত্যাশা নয়, বরং জাতীয় জীবনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনকল্যাণে তাঁর অবদান স্মরণ করে আজ দেশের সর্বস্তরের মানুষ দোয়া করছেন। আল্লাহর রহমতে তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে জাতির সেবায় ফিরবেন—এটাই আমাদের বিশ্বাস।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
শাহজাহানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আলফাজ মহলদার, বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আবুল, মাধবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল চৌধুরী, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সায়মন চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ নুর সদ্দার, ইউনিয়ন যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবদল সাংগঠনিক সম্পাদক মো. মিজান মিয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ, মাধবপুর উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মোঃ কামাল মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন খান, মাধবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আহসান উল্লাহ, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক খিজির খান, সাবেক ছাত্রনেতা আবুল কাশেম মাস্টার, সাবেক মেম্বার আবুল খায়ের, কুদ্দুছ মিয়া, রফিক মিয়া প্রমুখ , —
এছাড়াও বিএনপির অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা, মিডিয়া ব্যক্তিত্ব ও বিভিন্ন এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

