
রিপোর্টঃ- মোঃ মেহেদী হাসান।
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের খবরে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। এই প্রত্যাশার প্রহর গুনছেন বিএনপির আইন বিষয়ক দুই পরিচিত মুখ—ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন তারা। খোকন ও সজল দুজনেই মনে করছেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
নেতাকর্মীরা আশাবাদী, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমান দেশে ফিরলে বিএনপির রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে

