
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাধবপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়নের পুরাতন ইউপি ভবনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মিলাদ কিয়াম পাঠ করেন ছাতিয়াইন বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী ইমাদ উদ্দিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খান্দুরা দরবার শরীফের পীর সাহেব এবং বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় নেতা সৈয়দ যুবায়ের কামাল। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে ১০নং ছাতিয়াইন ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তাঁর রুহের মাগফিরাত কামনা করা সকল ধর্মপ্রাণ মানুষের নৈতিক দায়িত্ব।
এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি শহীদুল ইসলাম বাবু, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জালাল মিয়া, ছাতিয়াইন ইউপি কৃষক দলের সাধারণ সম্পাদক মো. ফজলু মিয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ. জামান, যুবদল নেতা বিলাল মিয়া, ৫নং ওয়ার্ড (শিমূলঘর) বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. ফেরদৌস মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ খানসহ আরও অনেকে।

