
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সমাজের নিপীড়িত, বঞ্চিত ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সাংবাদিক নারায়ণ সরকার (নয়ন)। পেশাগত সততা, মানবিক দায়বদ্ধতা ও নৈতিকতাকে শক্তি করে তিনি দীর্ঘদিন ধরে সমাজের অসংগতি, অনিয়ম ও অন্যায়ের চিত্র সাহসিকতার সঙ্গে তুলে ধরছেন।
বর্তমানে তিনি দৈনিক এই বাংলা পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের সংগঠিত করা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন মাধবপুর রিপোর্টার্স ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক হিসেবে।
এছাড়াও তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল কাজের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তিনি মাধবপুর উপজেলা বিডিও গ্রাফিক্স এসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে তিনি সুরমা–তেলিয়াপাড়া মহোৎসব কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে টানা দুই বছর দায়িত্ব পালন করেছেন; চলতি বছর নিয়ে তৃতীয় বছরে পদার্পণ করেছেন—যা স্থানীয় মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।
স্থানীয় বিভিন্ন সামাজিক সমস্যা, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও প্রশাসনিক অবহেলার চিত্র সাহসিকতার সঙ্গে জনসমক্ষে তুলে ধরাই তাঁর সাংবাদিকতার মূল লক্ষ্য।
বিশেষ করে অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে সত্য প্রকাশে তিনি কোনো আপস করেন না—এমনটাই মনে করেন স্থানীয় সচেতন মহল।
সহকর্মীদের মতে, নারায়ণ সরকার (নয়ন) একজন নির্ভীক, দায়িত্বশীল ও প্রভাবমুক্ত সাংবাদিক। তাঁর কাছে সংবাদ কেবল তথ্য পরিবেশনের মাধ্যম নয়; বরং সমাজ পরিবর্তনের একটি কার্যকর হাতিয়ার। তাঁর নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ রিপোর্টিং স্থানীয় সাংবাদিকতায় বিশ্বাসযোগ্যতা ও আস্থার জায়গা আরও সুদৃঢ় করেছে।
মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও পেশাগত সততার সমন্বয়ে তাঁর এই পথচলা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।
✊📢 সত্যের পথে অবিচল—রাজনীতির বাইরে থেকেও সমাজের পক্ষে সোচ্চার এক নাম, সাংবাদিক নারায়ণ সরকার (নয়ন)।
পরিচিতি সংক্ষেপে:
▪ মাধবপুর রিপোর্টার্স ইউনিটি — সাংগঠনিক সম্পাদক
▪ মাধবপুর উপজেলা বিডিও গ্রাফিক্স এসোসিয়েশন — সহ-সভাপতি
▪ সুরমা–তেলিয়াপাড়া মহোৎসব কমিটি — সাধারণ সম্পাদক

