
মোঃ মেহেদী হাসানঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের গৃহবধূ সুফিয়া আক্তার (৩০) এর বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুফিয়া আক্তার আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর ২০২৫ ইং তারিখে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে আগৈলঝাড়া উপজেলার ৪নং গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সরকারি আশ্রয়ন প্রকল্পে এ ঘটনা ঘটে।
অভিযোগে উল্লেখ করা হয়, (১) মোঃ লিটন সরদার (৩৫), পিতা মোঃ মৃতু আঃ জলিল সরদার,(২) মোঃ মিঠু সরদার (৩০) পিতাঃ মোঃ হালিম সরদার, উভয় সাং দক্ষিণ শিহিপাশা,থানাঃ আগৈলঝাড়া, সহযোগীরা সুফিয়া আক্তারের বসতঘরে প্রবেশ করে হামলা চালান।
তারা গৃহবধূকে মারধর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সুফিয়া আক্তার বলেন, “আমি একজন স্বামীহারা নারী। ছোট ছোট সন্তানদের নিয়ে কোনো রকমে জীবনযাপন করছি। জায়গা-জমি দখলের জন্য তারা দীর্ঘদিন ধরে আমাকে হয়রানি ও নির্যাতন করে আসছে। আমি নিজের ও পরিবারের নিরাপত্তা চাই।”
স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধীয় সম্পত্তি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,
অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

