
আরাফাত হোসেন,কালকিনি প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাদারীপুর-৩ আসনের (হাতপাখা প্রতীক) সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা এস. এম. আজিজুল হক এর সাথে কালকিনি উপজেলার ইমাম সাহেবদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর ২০২৫ ইং) বিকেলে আইএবি কার্যালয়ে, কালকিনি, মাদারীপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুফতি সাইফুল ইসলাম, সভাপতি, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, কালকিনি উপজেলা শাখা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মাওলানা আব্দুল বারী, উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখা।
সভাটি সঞ্চালনা করেন মাওলানা তামিম হোসাইন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাদারীপুর-৩ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা এস. এম. আজিজুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মাহাদী হাসান সুমন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ।
সভায় বক্তারা বলেন, দেশের মানুষ আজ ন্যায়-ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যাশায় ইসলামী আন্দোলনের দিকে তাকিয়ে আছে। সমাজে সত্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় ইমাম সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

