- আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে সাংবাদিকের জমি দখলের অভিযোগ
- গণতন্ত্রের পথে অশুভ ছায়া- সাংবাদিক সোয়েব সিকদার
- কুমিল্লার জেলার দেবিদ্বার উপজেলায় সেরা এ.বি.এম গোলাম মোস্তফা আদর্শ ডিগ্রি কলেজ
- চট্টগ্রাম চন্দনাইশ দোহাজারী গলায় ফাঁস দিয়ে ১ গৃহবধূর আত্মহত্যা
- চাকুরীর প্রলোভন দেখিয়ে ৪ লাখ টাকা আত্মসাৎ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ
- চন্দনাইশ দোহাজারীর প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ ঘোষ এর অবসর জনিত বিদায় সংবর্ধনা
Author: ভোরের ঠিকানা
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাধবপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়নের পুরাতন ইউপি ভবনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মিলাদ কিয়াম পাঠ করেন ছাতিয়াইন বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী ইমাদ উদ্দিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খান্দুরা দরবার শরীফের পীর সাহেব এবং বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় নেতা সৈয়দ যুবায়ের কামাল। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটির আয়োজন…
রিপোর্টঃ- মোঃ মেহেদী হাসান বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার সকাল ১১টায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব ইব্রাহীম। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা নিশ্চিত করা, নিয়মিত উপস্থিতি বজায় রাখা এবং বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে সমন্বিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যতম দাতা ও বিশিষ্ট ব্যবসায়ী…
রিপোর্টঃ- মোঃ মেহেদী হাসান। বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের চৌকিদার বাড়িতে সহোদর ভাইয়ের বিরুদ্ধে জোরপূর্বক জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের ফারুক চৌকিদার। এ ঘটনায় ভুক্তভোগী বারেক চৌকিদারের স্ত্রী শারমিন আক্তার (৩৫) সাংবাদিকদের জানান, তাঁর শ্বশুরের জমি জোরপূর্বকভাবে ভাসুর ফারুক চৌকিদার নিজের নামে লিখে নিয়েছেন। শুধু তাই নয়, তাঁর শ্বশুরের লাগানো গাছও জোর করে কেটে নেওয়া হচ্ছে। তিনি বাধা দিতে গেলে তা অগ্রাহ্য করে গাছ কাটা অব্যাহত রাখা হয়। এ ঘটনায় তিনি নিজেকে অসহায় দাবি করে আদালতে একটি মামলা দায়ের করেছেন। তিনি আরও অভিযোগ করেন, তাঁর শ্বশুরের কাছ থেকে কোনো বৈধভাবে জমির দলিল করা হয়নি।…
রিপোর্টঃ- মোঃ মেহেদী হাসান। গৌরনদী উপজেলার তুলাতলা বাজারে খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুক্রবার (২ জানুয়ারি) বাদ মাগরিব কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে জাতীয়তাবাদী প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদ। অনুষ্ঠান সফল করতে কমলাপুরের কৃতি সন্তান মোঃ রফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া তালুকদার, আবু সায়েম মোঃ সুমন, মোঃ মাইনুল ইসলাম, মোঃ নুর ইসলাম তালুকদার, মোঃ শামীম হাওলাদার, মোঃ রেজাউল শিকদার ও মোঃ বজলু তালুকদার অগ্রগামী ভূমিকা পালন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষিবিদ মোঃ ফেরদৌস হাওলাদার ও খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ…
রিপোর্টঃ- মোঃ মেহেদী হাসান। এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, বিএনপি’র কেন্দ্রিয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। এক সময়ের আলোচিত ছাত্রনেতা সজল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রাতে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রিয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছ বিএনপি। রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে দলটির পক্ষ…
রিপোর্টঃ- মোঃ মেহেদী হাসান। শীতের তীব্রতা বাড়তে থাকায় মধ্যরাতে ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড। গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ও মহাসড়ক আসপাশ ফুটপাত ও খোলা স্থানে অবস্থান করা ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসক জনাব মোঃ ইব্রাহিম ও সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান উপস্থিত থেকে শীতার্তদের খোঁজখবর নেন এবং তাদের হাতে কম্বল তুলে দেন। হঠাৎ মধ্যরাতে সরকারি কর্মকর্তাদের এমন উদ্যোগে খুশি ও আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা। ইউএনও বলেন, “তীব্র শীতে যেন কোনো মানুষ কষ্ট না পায়, সে লক্ষ্যেই আমরা…
রিপোর্টঃ- মোঃ মেহেদী হাসান। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের খবরে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। এই প্রত্যাশার প্রহর গুনছেন বিএনপির আইন বিষয়ক দুই পরিচিত মুখ—ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন তারা। খোকন ও সজল দুজনেই মনে করছেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। নেতাকর্মীরা আশাবাদী, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমান দেশে ফিরলে বিএনপির রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে
গৌরনদী (বরিশাল) থেকে মোঃ মেহেদী হাসান। গৌরনদী সাংবাদিক ফোরামের উদ্যোগে গৌরনদী-আগৈলঝাড়া সার্কেল এসপি মোঃ আবু ছালে আনসার উদ্দিন ও গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিক হাসান রাসেলের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী-আগৈলঝাড়া সার্কেল এসপি মোঃ আবু ছালে আনসার উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ তারিক হাসান রাসেল। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার। প্রধান অতিথির বক্তব্যে সার্কেল এসপি মোঃ আবু ছালে আনসার উদ্দিন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়—সে লক্ষ্যে আইনশৃঙ্খলা…
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সমাজের নিপীড়িত, বঞ্চিত ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সাংবাদিক নারায়ণ সরকার (নয়ন)। পেশাগত সততা, মানবিক দায়বদ্ধতা ও নৈতিকতাকে শক্তি করে তিনি দীর্ঘদিন ধরে সমাজের অসংগতি, অনিয়ম ও অন্যায়ের চিত্র সাহসিকতার সঙ্গে তুলে ধরছেন। বর্তমানে তিনি দৈনিক এই বাংলা পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের সংগঠিত করা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন মাধবপুর রিপোর্টার্স ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক হিসেবে। এছাড়াও তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল কাজের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তিনি মাধবপুর উপজেলা বিডিও গ্রাফিক্স এসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে…
গৌরনদী বরিশাল থেকে মোঃ মেহেদী হাসান। গৌরনদীর কৃতি সন্তান অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইবুনাল-৩ এর বিচারকার্যের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এ অর্জনে গৌরনদী উপজেলাসহ বরিশাল জেলায় আইনজীবী সমাজ ও রাজনৈতিক অঙ্গনে আনন্দের ছোঁয়া লেগেছে। তিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের সন্তান। অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে আইন পেশায় দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার স্বীকৃতি হিসেবে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তাঁর এই সাফল্যে…
News
প্রকাশক :
মাহমুদুল হাসান মুহিব
+88 01708-017108
mhmuhib.press@gmail.com
ভারপ্রাপ্ত সম্পাদক :
দিলীপ কান্তি নাথ
+88 01616-438350
বার্তা সম্পাদক :
সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল
+88 01966-757466
sb.belal.press@gmail.com
