
হাবিবুর রহমান নুরুল মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় পরিচালিত মোবাইল কোর্টে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে মাধবপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে—
আলিফ লাম বেকারিকে ৫ হাজার টাকা,
বন্ধন ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা,মেসার্স পাল ব্রাদার্সকে ১০ হাজার টাকা,কুসুমকলি বেকারিকে ৫ হাজার টাকা এবং
কৃষ্ণ পাল ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে বিএসটিআই সিলেট কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং মাধবপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম বলেন,জনস্বার্থে বাজারে নিয়মশৃঙ্খলা বজায় রাখা, ওজন ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেছেন।

